বোরনোর মাগোমিরী উপশহরে খিলাফাহ’র সৈনিকদের হামলায় মুরতাদ নাইজেরিয়ান পুলিশ ও সেনাবাহিনী হতাহত
ব্রেকিং নিউজ
উলায়াত পশ্চিম আফ্রিকা
আল্লাহ তা’আলার তাওফিকে, -নিঃশেষকরণের যুদ্ধ হিসেবে- খিলাফাহ’র সৈনিকগণ “বোরনো”র “মাগোমিরী” উপশহরে মুরতাদ নাইজেরিয়ান সেনাবাহিনী ও পুলিশ এবং তাদের অনুগত মিলিশিয়াগুলোর অবস্থানস্থলে হামলা করেন, অতঃপর বিভিন্ন ধরনের অস্ত্র দ্বারা তাদের সাথে সংঘর্ষ করলে ৩ মুরতাদ হালাক হয় ও আরেকজন সদস্য আটক হয় এবং অন্যান্যরা আহত হয়, আর তাদের বাকিরা পালিয়ে যায়। তাছাড়া মুজাহিদগণ একটি ফোরহুইল গাড়ি এবং কিছু অস্ত্র আর গোলাবারুদ গনীমাহ লাভ করেন এবং দুটি গাড়ি বিকল করে দেন। সকল প্রশংসা আল্লাহর ও অনুগ্রহ তাঁরই।