বোসাসো শহরের দক্ষিণ-পূর্বে সংঘর্ষের ফলে আমেরিকান বাহিনী ও পুন্টল্যান্ড সরকারের অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোট ৭জন হতাহত
উলায়াত সোমালিয়া
আল্লাহ তা’আলার তাওফিকে, – নিঃশেষকরণের যুদ্ধ হিসেবে- খিলাফাহ’র সৈনিকগণ “বোসাসো” শহরের দক্ষিণ-পূর্বে ক্রুসেইডার আমেরিকান বাহিনী ও “পুন্টল্যান্ড” সরকারের অনুগত মুরতাদ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কয়েকটি যৌথ পদাতিক ব্যাটালিয়নের সাথে সংঘর্ষ করেন, অতঃপর সেখানে কয়েক ঘন্টা ধরে বিভিন্ন ধরনের অস্ত্র দ্বারা সংঘর্ষ চললে কমপক্ষে তাদের ৭জন হতাহত হয়। সকল প্রশংসা আল্লাহর ও অনুগ্রহ তাঁরই।